Mujib Borsho Celebration

Khulna University of Engineering & Technology

::Notice regarding invitation for articles, essays and poems on the topic of "Bangabandhu and Bangladesh":: ::Notice regarding Online Quiz Competition on Bangabandhu::
সমস্ত সরকারী কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন।
মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে।
সরকারী কর্মচারীদের জনগনের সাথে মিশে যেতে হবে। তাঁরা জনগনের খাদেম, সেবক, ভাই। তাঁরা জনগনের বাপ, জনগনের ভাই, জনগনের সন্তান। তাঁদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।
রাজনৈতিক প্রতিষ্ঠানে চারটি জিনিসের প্রয়োজন, তা হচ্ছেঃ নেতৃত্ব, ম্যানিফেস্টো বা আদর্শ, নিঃস্বার্থ কর্মী, সংগঠন।
সরকারী কর্মচারী ভাইয়েরা আপনাদের জনগনের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে এবং জাতীয় স্বার্থকে সব কিছুর ম্যানিফেস্টো বা ঊর্ধ্বে স্থান দিতে হবে।
সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। মুসলমান তার ধর্মকর্ম করবে। হিন্দু তার ধর্মকর্ম করবে। বৌদ্ধ তার ধর্মকর্ম করবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না।